লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে পৌর শহরস্থ জিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইরানী বোরকা হাউজের ভিতর থেকে বুধবার সকালে সোহাগ মুছুল্লী (২৭) নামের ব্যবসায়ীর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোহাগ মুছুল্লী উপজেলার পৌর জগৎপুর গ্রামের আবদুর রব মুছুল্লীর ছেলে।
দোকান কর্মচারী আকরাম হোসেন জানান, তিনি প্রতিদিনকার মতো সকালে দোকান খুলে ভিতরে ঢুকতে গিয়ে দেখে দোকান মালিক সোহাগ মুছুল্লী দোকানের ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এসময় তার চিৎকারে আশেপাশে ব্যবসায়ীরা ছুটে এসে ঘটনাটি রামগঞ্জ থানা পুলিশকে জানায়।
ছোট ভাই সোহেল মুছুল্লী জানান, তার ভাই সোহাগ মুছুল্লী গত ৫মাস আগে বিয়ে করেন। মঙ্গলবার রাতে বাড়ী থেকে স্থানীয় একটি মাজার শরীফের ওরশে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। সকালে জিয়া শপিং কমপ্লেক্সের অন্য ব্যবসায়ীরা তাকে ফোন করে তার ভাইয়ের আত্মহত্যার খবর জানান।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। লাশের পাশ থেকে “ আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়ে”একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।


0 Comments