Breaking News

header ads

রোমা‌ঞ্চিয়া, শ্বশুরবাড়ী ও মাম্মা মিয়া চাইনিজকে জ‌রিমানা।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলা শহরে ভেজাল বিরোধী অভিযানে রোমা‌ঞ্চিয়া, শ্বশুরবাড়ী ও মাম্মা মিয়া চাই‌নিজ হো‌টেল কে মোবাইল কো‌র্টের মাধ্যমে জ‌রিমানা করা হয়েছ।

আজ ২৭ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য দি‌য়ে খাবার উৎপাদ‌নের দা‌য়ে মোবাইল কো‌র্টের মাধ্য‌মে জেলা শহ‌রের রোমা‌ঞ্চিয়া চাই‌নিজ‌কে ২৫হাজার, শ্বশুরবাড়ী চাই‌নিজকে ২০হাজার ও মাম্মা মিয়া চাই‌নিজ‌কে ৬হাজার টাকা জ‌রিমানা করা হয়।

মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যা‌জি‌স্ট্রেট মো: রোকনুজ্জ‌ামান খান। এই ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনায় সহ‌যো‌গিতা ক‌রেন দেবানন্দ সিনহা, সহকারী প‌রিচালক, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নোয়াখালী। 

আইন শৃঙ্খলায় সহযোগীতা করেন সুধারাম ম‌ডেল থানা পু‌লিশ।

Post a Comment

0 Comments