Breaking News

header ads

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে গুদামঘর পুড়ে গেছে!

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ‘ক্ষণিকালয় নিবাস’ নামে আবাসিক ভবনে অগ্নিকা-ে ১টি বিস্কুটের গুদামঘর পুড়ে গেছে। 

শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিন। ঘটনার সময় আতঙ্কে ভবনটির আবাসিক বাসিন্দাদের দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ক্ষণিকালয় নিবাস একটি আবাসিক ভবন হলেও এর নিচতলায় চিপস, চানাচুর ও বিস্কুট জাতীয় খাবার সামগ্রীর একটি গুদাম রয়েছে। এই গুদামেই আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন পার্শ¦বর্তী খাল থেকে বালতি কেটে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই গুদামের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। তিনি এক সময় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। প্রায় ৪ মাস আগে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খাবার সামগ্রীর পাইকারি বিক্রয় কেন্দ্র নিয়ে ব্যবসা শুরু করেন। তিনি বলেন, ‘আমি হিসাব-নিকাশ সম্পন্ন করে গুদামঘর বন্ধ করে বাড়ি চলে যাই। পরে অগ্নিকা-ের খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি সব মালামাল পুড়ে গেছে।’ তার দাবি, অগ্নিকা-ে ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুরুতে পানি না ছিটাতে পারলে আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারতো। এতে ভবনটির অন্যান্য কক্ষে আগুন ছড়িয়ে গেলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পার্শ্ববর্তী খালে পানি থাকায় কারণে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসী আজাদ বলেন, অগ্নিকা-ে একটি গুদামের মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে স্থানীয়রা সহযোগিতা করেছেন।’ তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Post a Comment

0 Comments