লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে এন্টিবায়োটিক ঔষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করণে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন লক্ষ্মীপুরের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সহযোগিতায় (রোববার ২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা ড্রাগ সুপার ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা, জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. মোহাম্মদ আয়ুব মিয়া, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সভাপতি উত্তম কুমার দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি মীর আবুল বাশার প্রমুখ।
এসময় লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন ঔষুধ ব্যবসায়ীবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক এন্টিবায়োটিক ঔষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

0 Comments