Breaking News

header ads

হাতিয়া'কে জেলা ও বৃহত্তর নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নে আন্দোলনের ডাক আসছে শীঘ্রই।

ইউনুছ শিকদারঃ নোয়াখালী বিভাগের দাবীতে আন্দোলন-সংগ্রামের উত্তাল সেই সোনালী অতীত সব সময় তাড়া করছে আমাদের। নোয়াখালী বিভাগ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সদস্য-সচিব আরেফিন জোবায়ের-এর নেতৃত্বে ২০১৪, ১৫, ১৬, ১৭, ১৮ সালের আন্দোলনের সেই পুরনো গৌরবোজ্জল সোনালী দিনগুলো ভবিষ্যৎ পরিকল্পনায় আজো আমাদের অনুপ্রেরণার উৎস।

ফেনী মহিপাল কিংবা শহীদ মিনার থেকে লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা হল কিংবা বাস টার্মিনাল, নোয়াখালীর মাইজদী টাউনহল থেকে বেগমগঞ্জ চৌরাস্তা, সোনাইমুড়ী-চাটখিল কিংবা কোম্পানীগঞ্জের বসুরহাট সর্বত্রই ছিল তার শ্লোগানমুখর বিচরণ। নোয়াখালী বিভাগের দাবীতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব কাঁপানো হাজারো তরুণের বিপ্লবী আইডল আরেফিন জোবায়ের-এর নেতৃত্বে কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শীঘ্রই আবারো এগিয়ে যাবে 'নোয়াখালী বিভাগ আন্দোলন'।

হাতিয়া'কে প্রশাসনিক জেলা এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী জেলাসমূহের সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আন্দোলনের ডাক আসছে শীঘ্রই...।

Post a Comment

0 Comments