লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নে পাকা সড়ক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম। মঙ্গলবার দুপুরে ফিতা কেটে সমিতিরি হাট বাজার থেকে মা ও শিশু হাসপাতালের নতুন পাকা সড়কের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলের সদর প্রতিনিধি আদনান চৌধুরী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এসময় তিনি উত্তর হামছাদি মা ও শিশু কল্যান কেন্দ্র পরিদর্শন করেন এবং দ্রুত যাতে এর কার্যক্রম চালু হয় সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ কে অবহিত করবেন বলে আশ্বাস দেন।
পরে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতায় আরেকটি সড়ক উদ্বোধন করেন তিনি।


0 Comments