Breaking News

header ads

লক্ষ্মীপুরে চ্যানেল আই'র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নানান আয়োজনে লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী।  মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে র‌্যালি শেষ করে হলরুমে আলোচনা ও কেকে কাটার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী,  সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, রায়পুর-২ আসনের সংসদ সদস্য পাপুলের সদর প্রতিনিধি আদনান চৌধুরী।

ছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, নারী নেত্রী মমতাজ বেগম সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post a Comment

0 Comments