গাংচিল অনলাইন.কম: নোয়াখালীতে জেলা যুবদলের উদ্যোগে রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাবে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় সভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়ে সভায় বক্তারা বলেন, ‘ঘরে বসে থাকার সময় নেই, স্বৈরাচার সরকার পতন ঘটাতে সবাইকে রাজপথে নামতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘বিএনপি ও এর অঙ্গসংগঠনকে ধ্বংস করতে বর্তমান সরকার যে ষড়যন্ত্র করছে যুবদল থাকতে তা কোন দিন সফল হবে না। গণআন্দোলনের মাধ্যমে যে কোন মূল্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীকে মুক্ত করা হবে।’


0 Comments