Breaking News

header ads

সফল অভিযানে রামগতির মেঘনা জেলে ও জাল শূন্য।

ইউনুছ শিকদার: মা ইলিশসহ সকল মা মাছ রক্ষায় ৯ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত সরকার কর্তৃক চলছে নিষেধাজ্ঞা । 

সরজমিনে গিয়ে দেখা যায় যে, রামগতি অঞ্চলের বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ী, কোস্ট গার্ড, মৎস অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক রাত দিন ২৪ ঘন্টা যৌথভাবে মেঘনা নদীতে অভিযান চলমান রয়েছে। তাদের যৌথ অভিযানের প্রেক্ষিতে রামগতির মেঘনা নদী এখন নৌকা, জেলে এবং জাল শূন্য হয়ে নিরিবিলি অবস্থা বিরাজ করছে। 

নৌ পুলিশ ফাঁড়ীর (আই, সি) মো. জাহাঙ্গীর আলম ও এস আই মো. ইব্রাহিম যৌথ বিবৃতিতে সাংবাদিক ইউনুছ শিকদারকে বলেন- রাতদিন ২৪ ঘন্টা কঠোরভাবে অভিযান পরিচালিত হচ্ছে, এরই ভয়ে কোনো দুষ্কৃতিকারী জেলে নদীতে সকল ধরনের মাছ এবং মা ইলিশ ধরার জন্য জাল ফেলতে সাহস করছে না। 

তিনি আরো বলেন, যদি ও কেউ জাল ফেলে তাহলে আমাদের যৌথ অভিযানে তারা ধরা পড়ছে এবং ইতোপূর্বে কয়েকজন জেলেকে জালসহ নদী থেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শ্রীঘরে (জেলে) পাঠানো হয়েছে। অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল মোমিন এবং মৎস্য অফিসার জসিম উদ্দিন উভয়ই প্রতিবেদককে একই মন্তব্য করেন।

Post a Comment

0 Comments