Breaking News

header ads

রামগঞ্জে চলাচলের রাস্তায় চারা রোপন করে পথ বন্ধ করেছেন প্রতিপক্ষ।

লক্ষ্মীপুর প্রতিনিধি :
রামগঞ্জ পৌরসভার তুলাতলি গ্রামের মোল্লা বাড়িতে দিনমুজুর দুলাল মিয়ার চলাচলের রাস্তায় সুপারী গাছের চারা রোপন ও কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে দুলাল মিয়ার পরিবারের লোকজন বর্তমানে গৃহবন্দী হয়ে পড়েছে।

সুত্রে জানা গেছে, পৌর টামটা ওয়ার্ডের মিজি বাড়ির দেলোয়ার ও ফারুক হোসেনের নেতৃত্বে ভাড়াটিয়া সহেল বাহিনীর সন্ত্রাসী পাহারা বসিয়ে বৃহস্পতিবার দুপুরে চারা রোপন ও কাটা তারের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এসময় বাধা দিলে সহেল দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ওই পরিবারের সদস্যদের ধাওয়া করে। 

এ বিষয়ে দিনমুজুর দুলাল মিয়া বলেন, আমার মেয়ের বিয়ের কথা শুনে দেলোয়ার হোসেনের পরিবার পরিকল্পিত ভাবে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের লোকজন গৃহবন্দী হয়ে পড়েছে।  

এ ব্যাপারে দেলোয়ার হোসেনের স্ত্রী শাহানারা বেগম বলেন, ক্রয়কৃত সম্পত্তিতে চারা রোপন এবং কাটা তারের বেড়া দিয়েছি। এতে কার রাস্তা বন্ধ হয়েছে, কে চলাচল করতে পারবে না সেটা তো আমাদের জানার বিষয় না। 

Post a Comment

0 Comments