Breaking News

header ads

সুবর্ণচরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার।

ইউনুছ শিকদার: সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ চরজব্বর থানা পুলিশ।

আজ রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ২নং ওয়ার্ড চরতরাব আলী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, আজ সকালে চরতরাব আলী গ্রামের ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা ডোবার কাছে গিয়ে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, লাশটি গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থাগ্রহন করা হবে।

Post a Comment

0 Comments