Breaking News

header ads

রাসূল (স:)'কে কটুক্তি করার ঘটনায় ভোলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ৪।

গাংচিল অনলাইন.কম: ভোলার বোরহানউদ্দিনে রাসূল (স:)'কে নিয়ে কটুক্তি করার ঘটনায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

শনিবার (১৯ অক্টোবর) ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ ঘটনার জেরে রোববার সকাল ১০টার দিকে এলাকাবাসী বোরহানউদ্দিন থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। 

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Post a Comment

0 Comments