Breaking News

header ads

চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন।

মোঃ সামসু উদ্দিন (সুজন): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কমিটিগঠন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ২৫শে অক্টোবর বিকেল তিনটায় কুরআন তেলোয়াত ও জাতীয় পতাকা এবং ছাত্রলীগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।

সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে চর এলাহী ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। দুপুর ২ টা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে চর এলাহী উচ্চ বিদ্যালয় মাঠের দিকে একে একে আসতে থাকে বিভিন্ন পদ প্রার্থী ও সমর্থকদের মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চর এলাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। 

সম্মেলনে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব ইস্কান্দার মির্জা শামীম, যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটি। জনাব নুরুল করিম জুয়েল, সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। জনাব নিজাম উদ্দিন মুন্না,সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানিগঞ্জ উপজেলা শাখা। জনাব হামিদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানিগঞ্জ উপজেলা শাখা। 

উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি-শাহ ফরহাদ লিংকন, সম্পাদক-আব্দুল আউয়াল মানিক, বসুরহাট সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-নুর এ মাওলা রাজু, সম্পাদক-মোবারক হোসেন রিয়াদ সহ আরো অনেক নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব শাহাবুদ্দিন মেম্বার,সভাপতি চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগ। জনাব আব্দুল গনি, সাধারণ সম্পাদক চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগ। জনাব আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সভাপতি চর এলাহী ইউনিয়ন যুবলীগ। জনাব আব্দুল মালেক, সাধারণ সম্পাদক চর এলাহী ইউনিয়ন যুবলীগ। জনাব কামাল মেম্বার, সভাপতি চর এলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। জনাব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক চর এলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। 

এতে আরও উপস্থিত ছিলেন সদ্য গত হওয়া চর এলাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব আবু আহমেদ রিপন। ও সাধারণ সম্পাদক আবুল কালাম। 


উপজেলা নেতৃবৃন্দ সম্মেলনস্থলে কমিটি ঘোষণা না করলেও রাতে নতুন কমিটির নাম ঘোষণা করে। 

এতে গাংচিলের মোঃ সবুজ আলীকে চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও চরএলাহী ৩নং ওয়ার্ডের মোঃ ফয়সাল আলী (রোহান মাহমুদ)'কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments