Breaking News

header ads

লক্ষ্মীপুরে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত।

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
“তথ্য সবার অধিকার থাকবে না কেউ পেছনে আর, তথ্য পাবে জনগন তথ্যে সবার উন্নয়ন” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টেরট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, জেলা তথ্য অফিসার মো. সিরাজুল হক মল্লিক, টিআইবি এরিয়া ম্যানেজার আবদুল মান্নান আখন্দ, সনাকের জেলা শাখার সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া প্রমুখ। 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মো. রাজিব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপা মনি দেবী, নিলুফা ইয়াসমিন নিপা, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর,  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জব্বার, ব্র্যাকের লক্ষ্মীপুর প্রতিনিধি মো. ফারুক হোসেন, আইরিন টেকনিক্যাল ট্রের্নিং ইনষ্টিটিউট এর স্বত্তাধিকারী আইরিন সুলতানা প্রমুখ। 

এ সময় সরকার-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments