Breaking News

header ads

কোম্পানীগঞ্জে স্পিরিট পানে ৬জন নিহত, অপর ৬জন হাপাতালে ভর্তি!

গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্পিরিট পান করে অসুস্থ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অপর ৬জন হাসপাতালে ভর্তি রয়েছেন । শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত বসুরহাট পান বাজার সংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে একে একে মারা যায় তারা।

নিহতরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক, একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায়, মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন, সিরাজপুর ইউপির মতলব মিয়ার বাড়ি সংলগ্ন মো. সবুজ, চর কাঁকড়া ইউপির টেকের বাজার এলাকার আবদুল খালেক ও চর কাঁকড়া এলাকার আবদুল লিটন।

এদিকে এ ঘটনায় রফিক হোমিও হলের মালিক ডা. জায়েদ ও তার ছেলে প্রিয়মকে আটক করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, শুক্রবার সকালে স্পিরিট পানে অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে সবুজ ও আবদুল খালেক মারা যান। রাতে একই দোকানের স্পিরিট পানে মৃত্যু হয় নূর নবী মানিক, রবি লাল ও মহিন উদ্দিনের। বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে আবদুল খালেক লিটনও মারা যান। 

তবে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। অন্যদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন বলে জানান ওসি।

স্থানীয়দের অভিযোগ, এ দোকানের মালিক জায়েদ ও তার ছেলে প্রিয়ম অনেক বছর ধরে হোমিও হল নামের দোকানে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছিলেন।

Post a Comment

0 Comments