Breaking News

header ads

সোনাইমুড়িতে কলেজ ছাত্রীকে অপহরণে ব্যর্থ হয়ে কুপিয় আহত করে সন্ত্রাসীরা।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণে ব্যর্থ হয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা মহল্লায় এই ঘটনা ঘটে।

আহত কলেজছাত্রীর নাম খাদিজা আক্তার (২০)। চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল বিকেলে খাদিজা সোনাইমুড়ী সরকারি কলেজ থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। রিকশাটি নাওতলা মহল্লায় পৌঁছালে হেলমেট ও মুখোশ পরা তিন যুবক রিকশার গতি রোধ করেন। এরপর চালককে মারধর করে খাদিজাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় কলেজছাত্রী চিৎকার দিলে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌসি আক্তার বলেন, বিকেলে রক্তাক্ত অবস্থায় এক কলেজছাত্রীকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Post a Comment

0 Comments