Breaking News

header ads

লক্ষ্মীপুর ঔষধ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

ফয়সাল কবির (লক্ষ্মীপুর প্রতিনিধি) : লক্ষ্মীপুরে ঔষধ প্রশাসন ও দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যায় দালাল বাজার সমিতির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি রাধা রমণ দাস স্বপনের সভাপতিত্বে ও রাফসান মেডিকেলের পরিচালক মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ড্রাগ সুপার  মো. ফজলুল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মার্কেটিং কর্মকর্তা মনিরুল ইসলাম, দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র অধিকারী, পল্লী চিকিৎসক ভাস্কর বসু, নিহা ফার্মেসির পরিচালক রাসেল হোসেন পারভেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড্রাগ সুপার বলেন, নকল ও ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া খোলা বাজারে অ্যান্টিবায়োটিক বিক্রর করা যাবে না। এছাড়া ডেঙ্গু রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ কিট ও রিয়াজেন্ট এর মূল্য বৃদ্ধি না করার জন্য ফার্মেসী মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

Post a Comment

0 Comments