Breaking News

header ads

এমপি পাপুলের ঐচ্ছিক ফান্ড হতে গরীব ও দুস্থদের মাঝে চেক বিতরণ।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সাংসদ ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ কাজী শহীদ ইসলাম পাপুল এমপির ঐচ্ছিক ফান্ড থেকে গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হযেছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহম্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউএনও কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। 

এমপি পাপুলের সদর প্রতিনিধি ও জেলা যুবলীগের সহ-সভাপতি আদদান চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি মো. জসিম উদ্দিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জেহাদী, তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ভূলু, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, জেলা পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন, সাখায়াত হোসেন আরিফ প্রমুখ। 

জানা গেছে, লক্ষ্মীপুর-২ সাংসদ মোহাম্মদ কাজী শহীদ ইসলাম পাপুল এমপির ঐচ্ছিক ফান্ড থেকে ১৭জন গরীব ও দুস্থ ব্যক্তির মাঝে ৪৯ হাজার ৩শ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments