Breaking News

header ads

লক্ষ্মীপুরে শুভ উদ্বোধন হচ্ছে ইসলামী ব্যাংক রসূলগঞ্চ শাখা !

লক্ষ্মীপুর প্রতিনিধি: ব্যায়সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রধানের লক্ষে ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রহন করেন। এরপর থেকেই প্রত্যন্ত অঞ্চলে এ সেবাটি ছড়িয়ে পড়ে। যা দিন দিন গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। কোন প্রকার ঝামেলা ও অতিরিক্ত চার্জ ছাড়ায় এখান থেকে সেবা গ্রাহন করতে পারেন গ্রাহকগণ।

এমনি ব্যাংকিং সেবা পেতে যাচ্ছেন লক্ষ্মীপুর সদর উপজেলার রসূলগঞ্জ বাজার এলাকার বাসিন্দারা। আগামী মঙ্গলবার (২০ আগস্ট) ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রসূলগঞ্জ বাজার কেন্দ্রটি উদ্বোধন হতে যাচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিডের নোয়াখালী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ব্যাংকটির প্রাক্তন পরিচালক শামসুল হুদা (এফ সি এ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, ব্যাংকটির লক্ষ্মীপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ মো: নুর উল্যাহ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবির পাটওয়ারী, রসূলগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আবু আবদুল্যাহ (জাহিদ), নবীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাও: মো. আবু তাহের, রসূলগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি তমিজ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রসূলগঞ্জ বাজার কেন্দ্রের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ মমিন উল্লাহ বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দেওয়া হবে এ কেন্দ্রটির মাধ্যমে। তাই তিনি এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্র থেকে সেবা গ্রহনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Post a Comment

0 Comments