Breaking News

header ads

কবিরহাটে ভীমরুলের কামড়ে নিহত-১, আহত-২!

গাংচিল অনলাইন.কম: কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে ভীমরুলের কামড়ে শ্রাবণ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই ও নানা আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণের মৃত্যু হয়।

জানা যায়, নিহত শিশু শ্রাবণ সোন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় শ্রাবণ। শনিবার বিকালে নানার সঙ্গে নৌকায় ঘুরতে যায় শ্রাবণ ও তার ভাই।

এ সময় পাশের একটি গাছে থাকা ভীমরুলের বাসা ভেঙে ভীমরুলগুলো তাদের কামড়াতে থাকে। এতে তিনজনই গুরুতর আহত হয়। 

পরে রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শ্রাবণের মৃত্যু হয়।

কবিরহাট থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments