ফয়সাল কবির (লক্ষ্মীপুর প্রতিনিধী): লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ইউনিয়েন আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মীর শাহ্ আলমের সভাপতিত্বে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী মাষ্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি উপজেলা আওয়ামী লীগের বাবু বিজন বিহারী ঘোষ। বিশেষ অতিথি সৌরভ হোসেন বিনু সাংগঠিন সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হানিফ।
ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান নজির পাটাওয়ারী বলেন, আজ থেকে প্রায় ১৩ বছর আগে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়। কিন্তু তিন বছর পর পর কমিটি করার কথা থাকলে করা হয় নি।
ইউপি আওয়ামী লীগের সভাপতি মীর শাহ্ আলম বলেন, রাজনৈতি করি সমাজকে উন্নয়ন করার জন্য। আমরা আওয়ামী লীগ করি আমরা নৌকার ভোট করবো। প্রায় ১৩ বছর সভাপতি ছিলাম যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হুমায়ুন করির বিপ্লব, ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল ভূইয়া, আওয়ামী লীগের সহ সভাপতি টিপু, ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম মোহন, আব্দুর রহমান মাস্টার, রিপন, সোহাগ, সহ ওয়াড় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, শ্রমিকলীগ সেচ্ছাসেবলীগ নেতা কর্মীরা।


0 Comments