গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলা শহরের সদর হাসপাতাল রোড ও নোয়াখালী সুপার মার্কেট থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত রাস্তায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান।
তিনি জানান, জেলা প্রশাসক তন্ময় দাসের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে সহযোগীতা করেন নোয়াখালী পৌরসভা, সড়ক ও জনপথ অধিদপ্তর ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড । আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছে সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা।



0 Comments