গাংচিল অনলাইন.কম: ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের পল্লী মঙ্গল ও বোয়ালপাড়া গ্রামবাসীর মধ্যে বুধবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায় ।
আজ (২১আগস্ট) সকাল ১১টা থেকে সংঘর্ষ শুরু হয়, এ ঘটনায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা ও সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাতারপাইয়া ইউনিয়নের পল্লী মঙ্গল ও বোয়ালপাড়া গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা নিয়ে গতকাল মঙ্গলবার (২০আগস্ট) বিকেলে সংঘর্ষ হয়। আজ সকালে আবারো ছাতারাইয়া বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বাজারে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে প্রথমে সোনাইমুড়ী থানা পুলিশ ও পরে সেনবাগ থানা থেকে পুলিশ এসে যোগ দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


0 Comments