Breaking News

header ads

নোয়াখালী জেলা প্রশাসনের কল সেন্টার নাম্বার 333 ।

333, ৩৩৩
গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সাধারণ জনগণকে যেকোন বিষয়ে সেবা দিতে নোয়াখালী জেলা প্রশাসন চালু করেছেন 333 কল সেন্টার। এখানে নাগরিক যে কোন বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসনকে ৩৩৩ তে কল করে অভিযোগ জানাতে পারবে। 

২০আগষ্ট বিকেল ৫টায় জেলা প্রশাসক তম্ময় দাস এক সংবাদ সম্মেলনে কল সেন্টারের শুভ উদ্বোধন করেন। এ উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার দীপক ভোমিক, জেলা এডিএম তারিকুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক জোবায়ের হোসেন, সামছুল হাসান মিরন, জামাল হোসেন বিযাদ, আবু নাসের মন্জু, মামুন চৌধুরীসহ অনেকে মতামত প্রকাশ করেন। 

অভিযোগ ছাড়াও কলসেন্টার যে সব সেবা পাওয়া যাবে ইসলামি মাসআালা, সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কামচারী সাথে যোগাযোগ, পযটন আকর্ষণীয় স্হানসমূহ, আবহাওয়ার খবর, রেলসেবা, ই-টিন সংক্রান্ত, বিদেশগামী তথ্য, বাল্য বিবাহ নিরোধ ইত্যাদি। কল সেন্টারের কল রেট ৬০ পয়সা মিনিট।

বাংলাদেশ ছাড়াও প্রবাসীরা জেলা প্রশাসন নোয়াখালীতে অভিযোগ করতে পারবেন। তাঁদেরকে 09666789333 নাম্বারে ফোন করতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments