Breaking News

header ads

নোয়াখালীর ছেলে কনক কর্মকার ৪টি বিশ্ব রেকর্ড করে উজ্জ্বল করলেন নোয়াখালী তথা বাংলাদেশের মান।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর ছেলে কনক কর্মকার বাংলাদেশের সর্বোচ্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হয়ে উজ্জ্বল করলেন নোয়াখালী তথা বাংলাদেশের মান। কথায় আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন যদি হয় আকাশ ছোয়ার, চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে একদিন সে পারবে আকাশ ছুঁতে, ঝড় তুফানে হাল না ছেড়ে দিয়ে শক্ত করে বৈঠা ধরে রাখলে একদিন অবশ্যই সে তার গন্তব্যে পৌঁছে যাবে। পরিশ্রম আর চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ নোয়াখালীর কৃতি সন্তান "কনক কর্মকার"।

কনক কর্মকার নোয়াখালী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও চৌমুহনী এস.এ কলেজ পড়াশোনা শেষ করে বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন।

এই কনক কর্মকারই নোয়াখালী তথা বাংলাদেশের সর্বোচ্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। 

তার অর্জনগুলো হলো: 
১.মোষ্ট কাপ ব্যালেন্স অন দা ফরহেড (৬০০)(২২/১১/২০১৮) 
২.লংগেষ্ট টাইম ব্যালেন্স এ গিটার অন ফরহেড (১৬ মিনিট ০১ সেকেন্ড) (০৮/০২/২০১৯) 
৩.১.মোষ্ট কাপ ব্যালেন্স অন দা ফরহেড(৮৫০)(১৬/০২/২০১৯) 
৪.লংগেষ্ট টাইম ব্যালেন্স এ গিটার অন ফরহেড (২৫ মিনিট) (০৪/০৪/২০১৯)

বাবা মায়ের নিষেধাজ্ঞা আর প্রচুর বাধা থাকা সত্বেও দমাতে পারেনি তার প্রবল ইচ্ছাশক্তিকে৷ সে তার চেষ্টা চালিয়ে গিয়েছে এবং আজ চারটি বিশ্ব রেকর্ডের মালিক। এবং পঞ্চম নাম্বার রেকর্ড কিছুদিনের মধ্যেই গিনেস কর্তৃপক্ষ প্রকাশ করবে। শুধুমাত্র এক্সট্রা কারিকুলামই নয় একাডেমিক ক্যারিয়ারেও কোন অংশে কম যান না কনক কর্মকার। ফেনী পলিটেকনিক ইনস্টিটিটে "পাওয়ার টেকনলোজিতে" ডিপ্লোমা করছেন। রেজাল্টও তার এক্সট্রা কারিকুলামের মতোই অসাধারণ।

কনক কর্মকার কথা সে খুব বলে "বোবার কোন শত্রু নেই"৷ এই পর্যন্ত আসতে তাকে কতো বাধা বিপত্তি পাড়ি দিতে হয়েছে সেটা সকলেরই অজানা৷ তার ভাষ্য মতে "কতো মানুষ কতো টিটকারি করেছিলো আজ তারাই আমাকে অভিনন্দন জানাচ্ছে আর উইশ করছে। আমি কোন দিন তাদের কোন জবাব দেইনি৷ শুনেও না শোনার ভান করেছি৷ তাই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি। তাদের কথা শুনলে হয়তো আজ এই পর্যন্ত আসতে পারতাম না। অনেক আগেই ঝড়ে পরে যেতাম।" আপনি স্বপ্ন দেখবেন এবং বাধা দেয়ার লোকের অভাব হবেনা। হাল না ছেড়ে দিয়ে চেষ্টা চালিয়ে যান। আপনি চাইলেই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।

কনকের ইচ্ছে আরো অনেকগুলো বিশ্ব রেকর্ড করার, তবে তার জন্য দরকার তাকে পৃষ্টপোষকতা করা। তাই নোয়াখালী সহ দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের একান্ত অনুরোধ, মেধাবী ছেলে কনককে সার্বিক সহযোগিতা করুন, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাহলে সে বাংলাদেশের জন্য আরো অনেকগুলো বিশ্ব রেকর্ড ছিনিয়ে আনতে পারবে।

Post a Comment

0 Comments