গাংচিল অনলাইন.কম: ফেসবুকে বিভ্রান্তি ছড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে দিদারুল ইসলাম দিদার (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র্যাব১১। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ (২৯ জুলাই) সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
জানা যায়, আটককৃত দিদারুল ইসলাম দিদার সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের বাসিন্দা। তিনি দারুল ইসলাম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক।
র্যাব জানায়, আটককৃত দিদার দীর্ঘদিন যাবত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক ছবি, ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছিল। এমনকি সে প্রধান মন্ত্রীকে হেয় করে ফেসবুকে বিভ্রান্তি মূলক স্ট্যাটাস দিয়েছে।
র্যাব-১১ কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে জনমনে আতংক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধে তাকে আটক করা হয়েছে।


0 Comments