লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৮জুলাই) রবিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এডাব লক্ষ্মীপুর শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।
এডাবের জেলা সমন্বয়কারী ও কোস্ট সংস্থার নির্বাহী পরিচালক নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- নারী নেত্রী মমতাজ বেগম, সোডো সংস্থার নির্বাহী পরিচালক হোসেন চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি মোঃ গাজী মমিন উল্যাহ, সাবিনা ইয়াসমিন, মাহতাব উদ্দিন ভুইয়া, কাজী মোর্শেদ, মো আব্দুল মালেক নিরব, রাকিব হোসেন, ফয়সাল কবির সহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী ও নারী শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।


0 Comments