Breaking News

header ads

সেনবাগে বোরকা পরা স্কুলছাত্র গণপিটুনির শিকার!

গাংচিল অনলাইন.কম: সেনবাগের ছমির মুন্সিরহাট এলাকায় মায়ের বোরকা পরে বাজারে ঘুরতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে দশম শ্রেণির এক স্কুল ছাত্র। 

গত রবিবার (২১ জুলাই) বিকালে ছমিরমুন্সিরহাট বাজারে রহস্যময় এই ঘটনা ঘটে। গণপিটুনির শিকার স্কুল ছাত্রের নাম আরিফুল হক ইয়াছিন (১৫) বলে জানা গেছে। 

সে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আবদুল হকের পুত্র এবং স্থানীয় ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন জানায়, রবিবার স্কুল ছুটির পর আরিফুল হক ইয়াছিন কোনো এক জায়গা থেকে তার মায়ের বোরকা পরে একটি সিএনজি যোগে উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারের যায়। তার হাঁটা-চলায় নিয়ে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। 

এ সময় বাজারের লোকজন তাকে চ্যালেঞ্জ করলে, সে এলোমেলো কথাবার্তা বলে। 

তাকে পুরুষ মানুষ বুঝতে পেরে উপস্থিত লোকজন গণপিটুনি শুরু করে। পরবর্তীতে উপস্থিত এক লোক তাকে চিনতে পেরে গণপিটুনি থেকে রক্ষা করে। 

এ সময় আরিফুল হক ইয়াছিন তার মায়ের বোরকা পরার কথা স্বীকার করলেও কি কারণে সে বোরকা পরেছে, তা জানা যায়নি।

Post a Comment

0 Comments