Breaking News

header ads

বাড্ডায় নারী হত্যার ঘটনায় প্রধান আসামী হৃদয় গ্রেফগার!

গাংচিল অনলাই.কমঃ রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যায় প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ (২৩জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি-পূর্ব) অতিরিক্ত উপ-কমিশনার আসাদুজ্জামান। 

এ বিষয়ে আগামীকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হওয়ার কথা জানিয়েছেন । 

হৃদয় সন্দেহে 'আল আমিন'   
এদিকে বিকালে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে হৃদয় সন্দেহে এক যুবককে আটক করা নিয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে জানা যায়, ওই যুবকের নাম আল আমিন। 

এ বিষয়ে গোলাপ শাহ ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাগর জানান, বাসে উঠে একলোক এক যুবককে দেখে হৃদয় বলে সন্দেহ হয় বলে আমাদের জানান। তাৎক্ষণিক আমরা ওই যুবককে পুলিশ বক্সে এনে যাচাই-বাছাই করি। কিন্তু হৃদয় বলে নিশ্চিত না হওয়ায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বিভিন্নভাবে হৃদয়ের সঙ্গে আটক যুবককে মিলানো হয়, কিন্তু কোন মিল খুঁজে না পাওয়ায় তাকে রাত ৯টার দিকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।

রাতে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী বলেন, আটককৃত যুবকের নাম হৃদয় নয়, তার নাম  আল-আমিন এটি নিশ্চিত। তবু্ও  বিষয়টি আমরা অধিকতর খতিয়ে দেখেছি।

Post a Comment

0 Comments