গাংচিল অনলাই.কম: ইউনাইটেড হাসপাতালে এক জ্বরের রোগীর চিকিৎসায় ৫ দিনে বিল ধরা হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৭ শত ৮২ টাকা।
জানা গেছে, গত ২২ জুলাই ওই রোগী জ্বর নিয়ে ঢাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ৫ দিন পর ২৭ জুলাই তার চিকিৎসা বাবদ বিল ধরা হয় ৫ লাখ ৮০ হাজার ৭ শত ৮২ টাকা।
রোগীর চিকিৎসার বিলের কপিতে দেখা গেছে, ৫ দিনে ল্যাব চার্জ বাবদ ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ২ শত ৬০ টাকা, ডাক্তারের ফি বাবদ ৩৩ হাজার ১ শত টাকা, ওষুধ বাবদ ৯৮ হাজার ২ শত ৭৬ টাকা, রুম চার্জ ৫২০০০ টাকা, সরঞ্জাম বাবদ চার্জ ২৯ হাজার ২ শত টাকা, রেডিওলজি চার্জ ২১ হাজার ৫ শত টাকা, মেডিকেল ডিসপোজেবলস বাবদ ২১ হাজার ৯১ টাকা, প্রসিডিউর চার্জ ১২ হাজার ৩ শত টাকা, এফ এন্ড বি রিকুয়েস্ট ৩ শত ৬০ টাকা, সাটারস চার্জ ১ শত ৭৫ টাকা, ইন্ট্রুমেন্ট চার্জ ২৫ টাকা, ল্যাব আইটেম বাবদ ২১ টাকা, অন্যান্য ২ শত ২০ টাকা এবং ভ্যাট বাবদ ৫৪ টাকা।
এ ব্যাপারে মুঠোফোনে হাসপাতালের ডিউটি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি হিসাব বিভাগে যোগাযোগ করতে বলেন।
পরে হিসাব বিভাগে যোগাযোগ করলে রোগীর আইডি নম্বর নেয়া হয় এবং জানাচ্ছেন বলে ফোন রেখে দেন। পরে কয়েকবার কল দেয়ার পর কল ধরে জানান এ ব্যাপারে রোগীর স্বজন ছাড়া কাউকে তথ্য দেয়া সম্ভব নয়।



0 Comments