Breaking News

header ads

বেগমগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ইউনুছ সিকদার (নোয়াখালী)ঃ বেগমগঞ্জ উপজেলায় ব্রিক ফিল্ডের পরিত্যক্ত একটি ঘর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

আজ শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের শীবপুর গ্রামের এমপি সড়ক সংলগ্ন ‘আরএনবি’ ব্রিকফিল্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যা, শুক্রবার দুপুরে ওই ব্রিক ফিল্ডের একটি শ্রমিকের ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা বেগমগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ওই দিন বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় লাশটিতে পচন ধরায় কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-উর-রশিদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে ওই নারীর মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Post a Comment

0 Comments