গাংচিল অনলাই.কমঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে যে ‘গুজব’ বেরিয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম আইআরআই।
এরদোয়ান গত প্রায় এক সপ্তাহ জনসমক্ষে না আসায় কয়েকটি ইসরাইলি ও সৌদি গণমাধ্যম দাবি করেছিল, তিনি হার্ট এ্যাটাকে মারা গেছেন।
এমন খবর প্রকাশের পর থেকে, তুর্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছিল। প্রশ্ন তোলা হয়েছিল, তিনি মারা গেছেন, নাকি অসুস্থ, নাকি অবকাশ যাপনে রয়েছেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এক সপ্তাহ পর বৃহস্পতিবার (২৫ জুলাই) আবার প্রকাশ্যে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার এরদোয়ানকে তুরস্কের সুপ্রিম কোর্টের একজন নতুন বিচারকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে।
এছাড়া তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের সঙ্গে বৈঠক করছেন এমন ছবিও তার কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।


0 Comments