গাংচিল অনলাইন.কম: শ্রীলংকা সফরে সিরিজ হেরে দারুন মানুষিক চাপে আছেন তামিমরা। যদি সিরিজের শেষ ম্যাচেও হেরে যায় তাহলে হোয়াইটওয়াশের মুখে পড়তে হবে তামিম ইকবালের দলকে। তাই যে কোনোভাবে জয় নিয়ে দেশে ফিরতে চাইছেন বর্তমান এ অধিনায়ক।
আজ (৩১ জুলাই) বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় লংকানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমরা এই সিরিজ হেরে গেছি। ৩-০ আর ২-১ এর মধ্যে পার্থক্য হবে। আমরা অন্তত নিজেদের প্রমাণ করতে পারব। প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছি সেভাবে খেলতে ব্যার্থ হয়েছি। কিন্তু শেষ ম্যাচটি নিজেদের আত্মতৃপ্তির জন্য আমাদের জেতা উচিত। দেশে সবাই সেটাই প্রত্যাশা করছে, অন্তত একটা জয় নিয়ে ফেরা উচিত আমাদের।
প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনোটাতেই ভালো করতে পারেনি বাংলাদেশ টিম। তামিম নিজেও জানেন সিরিজ হারের কারণ। এ ব্যাপারে বলেন, আমরা প্রথম দুই ম্যাচে তিন বিভাগেই কোনো না কোনো সময় ভুল করেছি। শেষ ম্যাচে জয় পেতে হলে অতিতের ভুল শোধরে তিন বিভাগে আমাদের ভালো করতেই হবে।


0 Comments