Breaking News

header ads

চাটখিলে ৮ দিনেও উদ্ধার হয়নি অপহৃত গৃহবধু!

বীথি আক্তার (১৯) নামের এক গৃহবধূকে অপহরণের ৮দিনেও উদ্ধার করা যায়নি। গত ১৭ জুন সকাল ১১টায় চাটখিল উপজেলার সোমপাড়া বাজার এলাকা থেকে ওই গৃহবধূ অপহরণ হয়। 

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে বীথিকে না পেয়ে তার বাবা বেলাল হোসেন ও মা মনি বেগম রাতে চাটখিল থানায় অপহরণ মামলা করতে যান। কিন্তু পরিবারের অভিযোগ, এ সময় অপহরণ মামলা না নিয়ে বিষয়টি নিখোঁজ ডায়রি (জিডি নং-৬৮০) হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার পাঁচঘরিয়া গ্রামের ভারদার বাড়ির বেলাল হোসেনের মেয়ে বীথি আক্তারের সঙ্গে দীর্ঘ ৮মাস আগে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলা সদরের বদরপুর গ্রামের মোল্লা বাড়ির প্রবাসী সাফায়েত উল্যার পারিবারিকভাবে বিয়ে হয়। 

গত ১৭ই জুন বীথি তার বাবার বাড়ি থেকে নানার বাড়ি চাটখিলের শিবরামপুর ছৈয়াল বাড়িতে বেড়াতে যান। পরবর্তীতে বীথি নানার বাড়ির পাশে সোমপাড়া বাজারে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অপরিচিত কয়েকজন যুবক তাকে জোরপূর্বক সিএনজিতে করে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে বীথির মা জানান, মেয়েকে কোথাও না পেয়ে থানায় গেলে ওসি মামলা না নিয়ে নিখোঁজ ডায়রী করতে বাধ্য করেছেন। আর অপহরণের ২দিন পর আমার মেয়ে বীথি ০১৮৬৬৯৫৯৭০৮ নাম্বারে ফোন দিয়ে তাকে উদ্ধারের জন্য ব্যাপক কান্নাকাটি করেন। 

তিনি বলেন, আমি আমার মেয়ে বীথি আক্তারকে উদ্ধারের জন্য প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

চাটখিল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি পরকীয়া সংক্রান্তকিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মোবাইলের কল লিস্ট সংগ্রহ করেছি, তাকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments