তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর জেনারেল ও ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় উভয় গ্রুপের অন্তত ৫জন শিক্ষার্থী আহত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৎক্ষণিকভাবে সংঘর্ষকারী ৫ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। তার মধ্যে ১ জন ভোকেশনাল শাখার ও ৪ জন জেনারেল শাখার।
গত বৃহস্পতিবার (২০ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাথী ও মিতুকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।


0 Comments