Breaking News

header ads

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ৫ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ৫ম ব্যাচ এর বিদায় ও লুব্ধক’স কালচারাল ফিয়েস্তা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) ২০১৮-২০১৯ এর সভাপতি ডা. শুভ তালুকদারের সভাপতিত্বে এবং নোয়াখালী কমেডি ক্লাবের সভাপতি ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে’র অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আবদুছ ছালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মো: মোমিনুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী এর সাধারন সম্পাদক ডা. মো: মাহবুবুর রহমান। 

এতে অংশগ্রহণ করেন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এ বর্তমানে এম.বি.বি.এস.অধ্যয়নরত সকল ব্যাচের শিক্ষার্থীরা। ইন্টার্ণ চিকিৎসক পরিষদ (২০১৮-১৯) এর আয়োজনে ২১ জুন শুক্রবার রাত ৮টায় ডা. শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়। 

ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডা. নওশিন, ডা. হাসিব, ডা. ফাত্তাহ, ডা. নাসির এবং ডা. সামিহা ও আরো অনেকে। পুরো অনষ্ঠান জুড়ে গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন সিলেটের বিখ্যাত ব্যান্ড দল “নীনাদ” এর সদস্যরা। 

এছাড়াও গান গেয়ে সবার মন জয় করে নেন ডা. শুভ তালুকদার, ডা. শান্তনু বণিক, ডা. বিপ্লব দাস, ডা. সঞ্চারী চন্দ,উপল এবং আদনান। 

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আমন্ত্রিত অতিথিদের বাড়তি আনন্দ দেন ডা. ইরফান ও ডা. অর্পিতা। কবিতা আবৃত্তি করেন ডা. সাবিকুন্নাহার খান দ্বীনা।

Post a Comment

0 Comments