Breaking News

header ads

নোয়াখালীর বানিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ আগুন, প্রায় অর্ধশত দোকানঘর পুড়ে ছাই।


নোয়াখালী (সদর)  প্রতিনিধি ঃ নোয়াখালী জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী রেল স্টেশান রোড এলাকার পূর্ব পাশের মার্কেটে ভয়াবহ আগুনে প্রায় অর্ধশত দোকানঘর পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থাণীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন জানান, শুক্রবার সকাল সাতটার সময় চৌমুহনী রেলস্টেশান রোডের পশ্চিশপাশে দোকানগুলোতে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে আশপাশ থেকে আরো আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে যোগ দেয়। প্রায় দুই ঘন্টার উপরে চেস্টা করে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

পুড়ে যাওয়া  দোকানগুলো বেশীর ভাগ ক্রোকারিজ, প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন রকমের পণ্যের দোকান ছিল ।

Post a Comment

0 Comments