নোয়াখালীর জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ব্যবসায়ীয় কাছ থেকে ছিনিয়ে নেয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়ে, সাথে আটক করা হয়েছে ৩ ছিনতাইকারীকে।
রোববার বিকেল ৩টার সময় ছিনতাই হওয়া টাকাসহ তাদের উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে আটক করা হয়।
আটক হওয়া ছিনতাইকারীরা হল- স্বপন (২৭), রাশেদ (২৮), আবদুল মতিন (৫৫)।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ জানান, চৌমুহনী দক্ষিণ বাজারে নুর এন্টারপ্রাইজের মালিক নুর আলম ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারসহ ১৬ লাখ ৭০ হাজার টাকা নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চৌমুহনী শাখায় জমা দিতে যাওয়ার সময় যাওয়ার সময় স্টিল পুল নামকস্থানে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে ৯ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত ছিনতাইকারীদের ধাওয়া করে। একই সাথে খবর পেয়ে পুলিশ দ্রুত সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শরীফপুর ইউনিয়নের ছিনতাইকারীর সদস্য আবদুল মতিনের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঘরে লুকিয়ে রাখা ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।


0 Comments