কোম্পানীগঞ্জ উপজেলায় ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রিয়াজ ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমান জনি।
রোববার সন্ধ্যায় চরফকিরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগ নেতারা। জানা গেছে, ইকবাল হোসেন, বিটু মিয়া নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রিয়াজ ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমান জনি বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ তুলে অপপ্রচার চালায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রিয়াজ।
তিনি জানান, শিক্ষক পরিবারের সন্তান হয়ে আদর্শিক রাজনীতি করার পরও একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে ফেসবুকের ভুয়া আইডির মাধ্যমে মিথ্যা অপবাদ দিয়ে মাদকের সম্পৃক্ততার কথা লিখে পানি ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে।
ছাত্রলীগের এ নেতা আরও বলেন, তিনি এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সাধারণ ডায়েরি করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশ্রাফ হোসেন রবেন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজিব, সাংগঠনিক সম্পাদক শরিয়ত উল্যাহ সোহেল, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান জনিসহ কোম্পানীগঞ্জের সংবাদকর্মীবৃন্দ।


0 Comments