নোয়াখালী সদর উপজেলার সোনাপুর শ্রীপুর এলাকায় শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী মিজানকে মিজ হাতে আটক করে পুলিশে সোপর্দ করলেন নব নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওই মাদক ব্যবসায়ীর বাড়ী থেকে ৬২ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে সুধারাম মডেল থানার পুলিশের হাতে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজান দীর্ঘদিন ধরে সোনাপুর ও পৌর এলাকায় ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল।
একেএম সামছুদ্দিন জেহান বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। হাতে গোনা কয়েকজন মাদক ব্যবসায়ীর ব্যক্তিগত লাভের জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস হতে দিতে পারি না। যুব সমাজকে রক্ষায় মাদক ব্যবসায়ী যে হোক বা যে পরিবারের সন্তানই হোক না কেন, তাদের কোন ছাড় দেওয়া হবে না।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটককৃত মিজানের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে সে আত্ন গোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। পুলিশ বহুবার তাকে আটক করতে গিয়ে ব্যার্থ হয়।




0 Comments