Breaking News

header ads

বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

নোয়াখালীর পশ্চিম মাইজদী এলাকায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই মো. মিজানের দায়ের কোপে আপন বড় ভাই মাহে আলম নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত মাহে আলম ও ঘাতক মিজান পশ্চিম মাইজদী এলাকার ওলি উল্যার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার দুপুরে নিজেদের বাড়িতে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন নৈশপ্রহরী মো. মিজান ও তার বড় ভাই অটোরিকশা চালক মাহে আলম। 

পারিবারিক সূত্রে জানাযায়, একপর্যায়ে ছোট ভাই মিজান উত্তেজিত হয়ে একটি ধারালো দা দিয়ে মাহে আলমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফেনী ও রাতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে মাহে আলম খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments