Breaking News

header ads

রামগতিতে বিদ্যুৎ স্পর্শে দুই চাচাতো ভাই নিহত

ইউনুছ শিকদার: "ও... আমার বুকের ধন রে তুই বুঝি আঁরে থুই চলি গেলিরে বলে বুক থাবড়িয়ে মায়ের আর্তনাদ" রামগতি উপজেলায় বিদ্যুৎ স্পর্শে দুই চাচাতো-জেঠাতো ভাই নিহত হয়েছে। 

জানা যায়, মঙ্গলবার (২৮-০৫-১৯ ইং) সকালে তারা রামগতি উপজেলার ০৮ নং বড়খেরী ০৬ নং ওয়ার্ডের মরহুম (সেলিম মিয়ার বাড়ী)র সেলিম মিয়ার বড় ছেলে মোঃ সুমন উদ্দিন (১৫) এবংএকই বাড়ীর মোঃ ইব্রাহিমের ছেলে নাহিদ(১৪)। নিকটাত্মীয় সূত্রে জানা যায়, সুমন উদ্দিন নিজ বাড়ীতে ঘরের টিনের চালে কাজ করতে উঠলে তাকে বিদ্যুৎ স্পর্শ করায় সে কাঁপতে থাকে। এমতাবস্থায় তার চাচাতো ভাই নাহিদ তাকে উদ্ধারের জন্য চেষ্টা করতে গিয়ে নিজেও বিদ্যুৎ স্পর্শে জড়িয়ে পড়ে কাঁপতে থাকে। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, তাদের দু'জনকে রামগতি সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন। সংবাদ শুনার পর তাৎক্ষণিক বড়খেরীর (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো:ওসমান গনী হাসপাতালে ছুটে যান এবং পরে ঘটনাস্থলে গিয়ে শোকার্ত পরিবারদ্বয়কে শান্তনা দেন। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এটি এম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।সংবাদ লিখা পর্যন্ত,নিহত উভয় ভাইকে পারিবারিকভাবে দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Post a Comment

0 Comments