খেলোয়াড়দের জীবনচিত্র নিয়ে গল্প সিনেমার অন্ত নেই। সিনেমার পর্দায় বহুবার উঠে এসেছে খেলোয়াড়দের জীবনের অনেক গল্প। উঠে এসেছে বিভিন্ন স্ক্যান্ডাল বা পরকীয়ার কাহিনী সহ নানান কৃর্তির কথা। তবে আজকের কাহিনীটি একটু ভিন্ন।
হলিউড কিংবা বলিউডের মতো ঢালিউডেও ক্রিকেট জাতীয় দলের নেতা থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠা মাশরাফিকে নিয়ে ছবি বানানো হবে কিনা সেটা সময়ই বলে দিবে।
তবে বাস্তব জগতের হিরো মাশরাফি সিনেমার নায়কদের থেকে মোটেও কম নয়, এমনটাই মনে করেন বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।
আর তাই মাফরাফির প্রতি তার দূবলতার কথা উল্লেখ করে তাকে তার ক্রাশ হিসাবে ঘোষনা করেন অভিনেত্রী পূজা চেরি।


0 Comments