নোয়াখালী জেলা শহরের হিমাচল ও বাঁধন কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (২৭মে) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান। অভিযানে সহযোগিতা করেন দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভৈাক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়, নোয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ, নোয়াখালী।
জনস্বার্থে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন কাউন্টারে অভিযান চালিয়ে দেখা যায় কাইন্টারগুলোতে সেবার মূল্য তালিকা টানানো নেই যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় অপরাধ। এ অপরাধে হিমাচল কাউন্টার দত্তের হাট মোড় ও সুধারাম থানার সামনের কাউন্টারকে মোট ১৪ হাজার টাকা ও বাঁধন কাউন্টারকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। জরিমানা থেকে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য ভ্রাম্যমান আদালত পেশকার মনিরকে নির্দেশ দেওয়া হয়েছে।



0 Comments