কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে ভেজাল বরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২১৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফুল ইসলাম এর নির্দেশনায় চাপরাশির হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই ও বিক্রয়। নির্ধারিত মূল্য তালিকা না থাকা, হোটেলগুলোতে বাসী পঁচা খাবার রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ টি প্রতিষ্ঠান কে মোট ২১৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, এবং কবিরহাট থানা পুলিশ মোবাইল কোর্টে সহায়তা করেন। জরিমানার অর্থ পেশকার কে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
নির্বাহী অফিসার জনাব শরীফুল ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।


0 Comments