Breaking News

header ads

নোয়াখালী পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা

পাসপোর্ট আইন ১৯২০ এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ধারায় নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস ও এর পার্শ্ববর্তী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৩টি পাসপোর্ট, ১২৬ ডেলিভারি স্লিপ, ২ ন্যাশনাল আইডি কার্ড ও ১৮টি জন্মনিবন্ধন সনদ জব্দ করা হয়। 

এছাড়া ভ্রাম্যমান আদালতকে অসহযোগিতা করার জন্য একজনকে ৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। ডেলিভারি করা এসব নতুন পাসপোর্ট ও ডেলিভারি স্লিপ নিয়ে জেলা পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে বিস্তা‌রিত তদ‌ন্তের মাধ্য‌মে এসব কাজের সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য জেলা দূর্নীতি দমন কমিশন, নোয়াখালী’কে নির্দেশ দেয়া হয়। 

জব্দকৃত পাসপোর্ট ও ডেলিভারি স্লিপ জনস্বার্থে ও জনভোগান্তি কমানোর জন্য জেলা পাসপোর্ট অফিস, নোয়াখালী’র জিম্মায় প্রদান করা হয়। ন্যাশনাল আইডি কার্ড ও জন্মনিবন্ধন সনদ যথাক্রমে জেলা নির্বাচন অফিস, নোয়াখালী ও স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর জিম্মায় প্রদান করার নির্দেশ দেওয়া হয় এবং তাদের যার যার নির্ধারিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়। 

২৮মে দুপুর থে‌কে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতদ্বয় পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন। অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। দুর্নীতি দমন কমিশন নোয়াখালী এর সহকারী পরিচালক সুবেল আহমেদ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন থানা পুলিশ, নোয়াখালী। 

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। সুনির্দিষ্ট কোন তথ্য বা অনিয়মের অভিযোগ থাকলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছে জেলা প্রশাসন

Post a Comment

0 Comments