লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর এলাকার অসহায় ও হত দরিদ্র নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৌর ৬নং ওয়ার্ডের হ্যাপি হল প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আমজাদ হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নিশান ভূঁইয়া,সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, উপজেলা জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মামুন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া,সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
পৌরসভার মেয়র পদপ্রার্থী মাসুম ভূঁইয়া বলেন সারাদেশে হাড় কাঁপানো শীত নামছে। শীতের কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ। পৌর এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরাও শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যাক্রমে পৌর এলাকার সকল ওয়ার্ডের অসহায় নারী-পুরুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আরো বলেন পৌরসভার আগামী নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন।


0 Comments