Breaking News

header ads

ওমানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩ প্রবাসীর মৃত্যু


ইউনুছ শিকদার: কূপে কাজ করতে গিয়ে সুবর্ণচরের দুই সহোদর ভাই সহ একই উপজেলার ৩ প্রবাসীর ওমানে মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের, সাতাইশ দ্রোন গ্রামের দরবেশের বাজারের পশ্চিম পাশে জরুর বাপের বাড়ির মোস্তফা ও নাসির ( আপন দুইভাই) এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের পূর্বপাশে আলমগীর। 

আত্নীয়দের সাথে আলাপ করে জানা যায়, ওমানের আলওয়াফি নামক এলাকায় কুপে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই ৩ প্রবাসীর মৃত্যু হয়। 

ওমান প্রবাসী নিহতের বড় ভাই মো.ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে ওমানে পাড়ি জমায় তারা। ওমানের আলওয়াফাতে একটি কোম্পানীতে ইলেকট্রিকের কাজ করত। এই বছরের মার্চের প্রথম সপ্তাহে বাড়ি থেকে যায়। স্থানীয় চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন এই সংবাদের সত্যতা নিশ্চিত করে সমবেদনা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments