Breaking News

header ads

কোম্পানীগঞ্জে ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করলেন সেতুমন্ত্রী


ইউনুছ শিকদারঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ১৩ টি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনসহ ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯টি প্রকল্পের উদ্ভোধন করেন।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ৭ জন প্রয়াত নেতার স্বরণে আয়োজিত স্বরণ সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমূখ।

Post a Comment

0 Comments