Breaking News

header ads

কোম্পানীগঞ্জে নতুন ঘরে থাকা হলো না প্রবাসী ইউসুফের


ইউনুছ শিকদার: নির্মাণাধীন নতুন ঘরে ঘুমানো হলো না ওমান প্রবাসী ইউসুফের। দুই দিন আগেই দেশে আসলেন ঘরের বাকি কাজ সমাপ্ত করতে, কিন্তুু তারই পূর্বে চলে গেলেন না ফেরার দেশে।

শুক্রবার(২০শে নভেম্বর) সকাল ১০ টায় সমাহিত করা হলো গোরস্থানে। বৃহস্পতিবার রাতে বুকের ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার পরীক্ষা শেষে মৃত ঘোষণা করে।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল ৮ নং ওয়ার্ডের মৃত আব্দুল আলিম ওরপে আদু বেপারীর বড় ছেলে প্রবাসী মোঃ ইউসুফ(৫০)। তিনি গত ১৬/১১/২০২০ ইং সোমবার ওমান থেকে নিজের বাড়িতে ছুটিতে আসেন। আশা ছিল নিজের অর্জিত অর্থ দিয়ে নির্মাণকৃত ঘরটির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে ঘরটিতে উঠবেন। চলতি বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

প্রবাসী ইউসুফের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম, সন্তানদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠছে। স্থানীয় চেয়ারম্যান আবদুর রাজ্জাক মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণ করার শান্তনা দেন।

Post a Comment

0 Comments